Our Location

Dinajpur

ভ্যাপসা গরমে গৃহ সজ্জায় স্বস্তি

গৃষ্মে তাপমাত্রা যতই বাড়ছে ভ্যাপসা গরমে অশ্বস্তি বাড়ছে। সারাদিনের ক্লান্ত মনপ্রাণ এক চিলতে শান্তি চায়। দৈনন্দিন জীবনের স্ট্রেস সেই সাথে গরম দুই মিলে যেনো প্রাণ যায়, যায়।

এই সিজনে ঘর সাজানোর জন্য সবসময় হালকা রঙের জিনিষ ব্যবহার করা উত্তম। সেক্ষেত্রে অফ হোয়াইট / সাদা রঙ আদর্শ। বর্তমানে ম্যাক্রম/ বহো থিমের হোম ডেকর খুবই সাড়া ফেলেছে। আপনি চাইলে বহো থিমের হোম ডেকোর আইটেম নির্বাচন করতে পারে। এই জিনিষগুলো বেশির ভাগ অনলাইন পেইজগুলোতে দেখা যায়। যা ম্যাক্রম নামে সুপরিচিত। বিশেষ বুননে সম্পূর্ণ হাতে তৈরি হয় বলে ব্যাপক সাড়া জেগেছে। তাছাড়া পরিবেশ বান্ধব এই শোপিজ গুলো ঘরকে দারুণ সুসজ্জিত কর তোলে। ম্যাক্রমি ওয়াল হ্যাঙ্গিং, শেলফ, আয়না, পর্দা, সিকা, ল্যাম্প, টেবিল সহ নানাবিধ পন্য। যা আপনার ঘরকে আধুনিক রুপে রুপান্তর করতে সক্ষম।

ঘর সাজানোটা এখন আর বিলাসিতা নয় বরং মানসিক শান্তি দিতেও ভূমিকা পালন করে। নিজেদের চারিপাশ সাজানো গোছানো থাকলে মনেও অন্যরকম আনন্দ বয়ে আনে। যা এই ইট পাথরের শহরে অনেক গুরুত্বপূর্ণ। নিজের ঘর কুঁড়েঘর হোক আর অট্টালিকা সবসময় নিজস্ব শান্তির স্থান।

শামিমা নাছরিন

ওনার অফ চতুর্ভুজ

Home is like heaven

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
Hello
Can we help you?